নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.) : মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে তদন্ত হস্তান্তর করার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। শুক্রবার মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে সিবিআই তদন্তের পরিবর্তে এসআইটি(সিট)-র হাতে তদন্তের ভার দেওয়ার আর্জি খারিজ করে শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় কিশান কাউলের নেতৃত্বে একটি বেঞ্চ বোম্বে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকারের দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে।
সিবিআই দুর্নীতি প্রতিরোধ আইনের বিধানের অধীনে দেশমুখকে তদন্ত করছে।
আবেদনকারীর মতে, সিবিআই-র বর্তমান ডিরেক্টর প্রাসঙ্গিক সময়ে মহারাষ্ট্র পুলিশ বাহিনীর প্রধান ছিলেন এবং পুলিশ অফিসারদের বদলি ও পদান্নতির সিদ্ধান্ত গ্রহণে জড়িত ছিলেন, তাই কোন সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হতে পারে না।
তাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য আবেদনকারী একটি বিশেষ তদন্তকারী দল গঠনের জন্য তদারকি করার জন্য অনুরোধ করা হয়।