রাশিয়া ও ভারতের মধ্যে রয়েছে সুসম্পর্ক, যে কোনও পণ্য সরবরাহ করতে প্রস্তুত : লাভরভ

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): রাশিয়া ও ভারতের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো। বললেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। শুক্রবার সাংবাদিক সম্মেলনে লাভরভ বলেছেন, “ভারত আমাদের কাছ থেকে যে কোনও পণ্য কিনতে চাইলেন, আমরা তা সরবরাহ করতে প্রস্তুত। আমরা আলোচনা করতে প্রস্তুত। রাশিয়া ও ভারতের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে।” ইউক্রেনের ভূখণ্ডে রুশ সামরিক অভিযান প্রসঙ্গে লাভরভ বলেছেন, “আপনারা এটিকে যুদ্ধ বলছেন, যা সত্য নয়। এটি একটি বিশেষ অভিযান, সামরিক ইন্ফ্রাস্ট্রাকচারকে টার্গেট করা হচ্ছে। মূলত লক্ষ্য হল কিয়েভ সরকারকে রাশিয়ার প্রতি কোনও ঝুঁকি উপস্থাপন করার ক্ষমতা তৈরি করা থেকে বিরত রাখা।” মস্কো ও কিয়েভের মধ্যে মধ্যস্থতায় ভারতের মধ্যস্থতাকারী হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে রুশ বিদেশমন্ত্রী বলেছেন, ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। সমস্যার সমাধান হবে এমন ভারত যদি ভূমিকা পালন করতে পারে… ভারত যদি আন্তর্জাতিক সমস্যাগুলির জন্য ন্যায্য ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির অবস্থান নিয়ে থাকে তাহলে তা অবশ্যই সমর্থন যোগ্য।

ভারত সফরে এসেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, শুক্রবার দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি। দু’দিনের ভারত সফরে, লাভরভ গতসন্ধ্যায় নতুন দিল্লিতে পৌঁছেন। এরপর শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি। হায়দরাবাদ হাউসে উভয়ের মধ্যে বৈঠক হয়। ভারত-রাশিয়া বিদেশমন্ত্রীর বৈঠক ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, “আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক ক্ষেত্রেই বৃদ্ধি পেতে থাকবে। মহামারী ছাড়াও কঠিন আন্তর্জাতিক পরিবেশে আমাদের এই বৈঠক হয়েছে। ভারত বরাবরই কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে।” রুশ বিদেশমন্ত্রী লাভরভ বলেছেন, “সাম্প্রতিক সময়ে আমাদের পশ্চিমী সহযোগীরা ইউক্রেনের সংকটে যে কোনও অর্থবহ আন্তর্জাতিক সমস্যাকে কমিয়ে আনতে চায়। আমরা কোনও যুদ্ধ করি না এবং আমরা প্রশংসা করি যে ভারত এই পরিস্থিতিটিকে সম্পূর্ণভাবে গ্রহণ করছে এবং শুধুমাত্র একতরফা না হয়ে।” লাভরভ আরও বলেছেন, “ভারত ও রাশিয়া কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলছে এবং এটিই আমাদের অগ্রাধিকার। আমরা অবশ্যই বিশ্বব্যবস্থার ভারসাম্য বজায় রাখতে আগ্রহী। আমরা আমাদের দ্বিপাক্ষিক প্রেক্ষাপটকে আরও জোরদার করেছি। আমাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন।”

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া, ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যেই ভারত সফরে এসেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। কিছুদিন আগেই ভারতে সফরে এসেছিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এদিকে, চিন সফরের পরই ভারতে এসেছেন রুশ বিদেশমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করতে পারেন রুশ বিদেশমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *