কলম্বো, ১ এপ্রিল (হি.স.): দেশজুড়ে তীব্র আর্থিক সঙ্কট। সেই রোষই আছড়ে পড়ল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাড়ির সামনে। বৃহস্পতিবার রাতে প্রায় পাঁচ হাজার মানুষ কলম্বোয় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পদত্যাগের দাবিও তোলেন। উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে আধা সামরিক বাহিনী, স্পেশাল টাস্ক ফোর্সকে ডাকতে হয়। হিংসাত্মক ঘটনায় আহত হয়েছেন সাংবাদিক-সহ ১০ জন।
গত এক সপ্তাহ ধরে ভয়ানক অর্থনৈতিক সঙ্কটের মুখে শ্রীলঙ্কা। দেশে জ্বালানির হাহাকার। প্রায় বন্ধ পরিবহণ। খরচ বাঁচাতে ১০-১৩ ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে দেশ জুড়ে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার রাতে বিক্ষোভে ফেটে পড়েন শ্রীলঙ্কার জনগণ। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ তাঁর বাসভবনের সামনে বিক্ষোভে শামিল হন। পুলিশের সঙ্গে সংঘর্ষও বাধে বিক্ষোভকারীদের। পরিস্থতি সামাল দিতে প্রাথমিক ভাবে ব্যর্থ হয় পুলিশ। বিক্ষোভ ঠেকাতে বিশেষ টাস্ক ফোর্সকে ডাকতে বাধ্য হয় প্রশাসন। জারি করা হয় কারফিউ। এই ঘটনায় এক মহিলা-সহ মোট ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন। বিক্ষোভ চলার সময় প্রেসিডেন্ট বাসভবনে ছিলেন না বলেও জানা গিয়েছে।