নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): ভারত সফরে এসেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ, শুক্রবার দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি। দু’দিনের ভারত সফরে, লাভ রভ গতসন্ধ্যায় নতুন দিল্লিতে পৌঁছেন। এরপর শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি। হায়দরাবাদ হাউসে উভয়ের মধ্যে বৈঠক হয়।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া, ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যেই ভারত সফরে এসেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। কিছুদিন আগেই ভারতে সফরে এসেছিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। এদিকে, চিন সফরের পরই ভারতে এসেছেন রুশ বিদেশমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করতে পারেন রুশ বিদেশমন্ত্রী।