নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.): মূল্যবৃদ্ধিতে একের পর এক রেকর্ড গড়েই চলেছে পেট্রোল ও ডিজেল, বিগত ১০ দিনে এই নিয়ে নবমবার মহার্ঘ্য হল দুই জ্বালানি তেল। বৃহস্পতিবার দিল্লিতে লিটারে ৮০ পয়সা বেড়েছে পেট্রোলের দাম, ডিজেলও দামি হয়েছে ৮০ পয়সা। দিল্লিতে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে, ১০১.৮১ টাকা ও ৯৩.০৭ টাকা। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ৮৩ পয়সা, ফলে কলকাতায় পেট্রোলের বর্ধিত দাম ১১১.৩৫ টাকা এবং ডিজেলের দাম ৮০ পয়সা বেড়ে ৯৬.২২ টাকায় পৌঁছেছে।
মুম্বইয়ে ৮৪ পয়সা বেড়েছে পেট্রোলের দাম ও ডিজেলের দামও বেড়েছে ৮৪ পয়সা, মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে, ১১৬.৭২ টাকা ও ১০০.৯৪ টাকা। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে চেন্নাইতেও। সেখানে পেট্রোলের দাম বেড়েছে ৭৬ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৭৬ পয়সা, ফলে তামিলনাড়ুর রাজধানীতে বৃহস্পতিবার এক লিটার পেট্রোল বিক্রি হয়েছে ১০৭.৪৫ টাকায় ও ডিজেল ৯৭.৫২ টাকা। জ্বালানি তেলের উপর্যুপরি মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস মধ্যবিত্ত।