Protest : টেট উত্তীর্ণদের চাকুরীর দাবিতে ডিওয়াইএফআই ও টিওয়াইএফ-র বিক্ষোভ মিছিল আগরতলায়

আগরতলা, ৩১ মার্চ : টেট উত্তীর্ণ প্রত্যেককে সরকারি চাকরিতে অবিলম্বে নিযুক্তির দাবিতে বৃহস্পতিবার রাজধানীর আগরতলা শহরে মিছিল সংঘটিত করেছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টি ওয়াই এফ। মিছিলটি ছাত্র-যুব ভবনের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। 


মিছিলে শামিল হয়ে দাবির সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, বর্তমান সরকারের আমলে সমস্ত শূন্য পদ বাতিল করে দিয়ে বেকারদের চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন, স্বাস্থ্য দপ্তরে চিকিৎসক-নার্স সহ অন্যান্য টেকনিশিয়ান স্টাফদের শূন্যপদ থাকা সত্ত্বেও তাদেরকে নিযুক্ত করা হচ্ছে না। চিকিৎসকরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ডাক্তারি পাস করে এসে বছরের পর বছর ধরে বেকার রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। 


একদিকে চিকিৎসক-নার্স শহর টেকনিশিয়ান স্টাফদের অভাবে রাজ্যের স্বাস্থ্যপরিসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে অন্যদিকে উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রার্থী থাকা সত্ত্বেও নিয়োগ করা হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। তিনি আরো অভিযোগ করেন, বেকাররা কর্মসংস্থানের দাবিতে আন্দোলনে নামলে তাদের উপর দমনপীড়ন চালানো হচ্ছে। ওইসব বেকারদের বিচ্ছিন্নভাবে আন্দোলনে শামিল না হয়ে ডিওয়াইএফআইয়ের পতাকাতলে শামিল হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানিয়েছেন তিনি। রাজ্য সরকার অবিলম্বে বেকারদের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *