Protest : পানীয় জলের দাবিতে কৈলাসহরে অবরোধ

কৈলাসহর, ৩১ মার্চ : পানীয় জলের দাবিতে ঊনকোটি জেলার কৈলাসহর পুর পরিষদের ৫ নং ওয়ার্ডে বৃহস্পতিবার সকাল আটটা থেকে পথ অবরোধে শামিল হন মহিলারা। অবরোধকারী মহিলারা জানান, দীর্ঘদিন ধরে তারা পানীয় জলের সংকটে ভুগছেন। এলাকায় পাইপলাইনে পানীয় জল সরবরাহ করার সুযোগ থাকলেও সময়মতো তাদেরকে পানীয় জল সরবরাহ করা হচ্ছে না। গত পক্ষকাল ধরে তারা পানীয় জল পাচ্ছেন না বলে অভিযোগ করেন। 


অবরোধকারীদের অভিযোগ, পাইপলাইনে যে পানীয় জল সরবরাহ করা হচ্ছিল তা পান করার অনুপযোগী। পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানালেও সেই দাবি দীর্ঘদিন ধরেই উপেক্ষিত হয়ে আসছে। একদিকে পাইপলাইনে পানীয় জল পাওয়া যাচ্ছে না, অন্যদিকে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে শুখা মরসুমে পানীয় জলের তীব্র সংকটে পড়েছেন এলাকার মানুষজন। 


এলাকায় পানীয় জলের সংকটের বিষয়টি স্থানীয় প্রশাসন সহ শাসক দলের নেতৃবৃন্দের নজরে এনেও ইতিবাচক কোনো সাড়া মেলেনি বলে তারা অভিযোগ করেন। সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত এলাকার জনগণ পথ অবরোধ আন্দোলনে শামিল হতে বাধ্য হয়েছেন। বৃহস্পতিবার সকাল আটটা থেকে পথ অবরোধের ফলে দুর্ভোগ চরম আকার ধারণ করে। অবরোধ স্থলের দু’পাশে যানবাহন আটকে পড়ে। অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ছুটে আসেন। কৈলাসহর থানার পুলিশ সহ অতিরিক্ত নিরাপত্তা কর্মীরাও অবরোধ স্থলে ছুটে এসে অবরোধ প্রত্যাহার করানোর চেষ্টা করেন। কিন্তু অবরোধকারীরা কোন কথা শুনতে রাজি হননি। 


তাদের সাফ কথা, পরিস্রুত পানীয় জল সরবরাহ করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পেলেই তারা অবরোধ প্রত্যাহার করবেন। অবশেষে পরিস্থিতির চাপে পড়ে প্রশাসনের তরফ থেকে খুব শীঘ্রই এলাকায় পরিস্রুত পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা করা হবে বলে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই আপাতত তারা পথ অবরোধ প্রত্যাহার করে নেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, প্রতিশ্রুতি অনুযায়ী পরিস্রুত পানীয় জল সরবরাহ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে যেতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *