নয়াদিল্লি, ৩০ মার্চ (হি. স.) : বুধবার রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে জে পি নাড্ডার কাছে রিপোর্ট পেশ করে বিজেপির ৫ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল। তথ্যানুসন্ধান কমিটির রিপোর্টে উল্লেখ, সাধারণ মানুষের বেঁচে থাকা ও স্বাধীনতার মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ তৃণমূল সরকার। বালি, পাথর, কয়লা এবং অন্যান্য মাফিয়াদের টাকা তৃণমূলের সর্বস্তরের নেতাদের কাছে যায়। বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদলের রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে।
চলতি মাসের ২১ তারিখ বীরভূম জেলার বগটুই গ্রামে নৃশংস নরহত্যা হয়েছিল। সব মিলিয়ে শিশু, মহিলা সহ মোট ৯ জনকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। এই ঘটনার পর শুধু রাজ্যই নয়, গোটা দেশ জুড়ে আলোচনা শুরু হয়। ঘটনার সামনে আসার পর রাজ্য সরকার দ্রুত সিট গঠন করলেও, সিটের তদন্তে আস্থা না রাখতে পেরে বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অভিযোগ, বগটুই ইস্যুকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তৃণমূলকে চাপে ফেলতে চাইছে বিজেপি।
বগটুইয়ের ঘটনার পর বিজেপির একটি বিশেষ প্রতিনিধি দল পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়েছিল। তবে বগটুই যাওয়ার পথে রাস্তায় সিমেন্ট বোঝাই লরি থামিয়ে বিজেপিকে বাধা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছিল। এবার সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার কাছে বগটুই কাণ্ড নিয়ে রিপোর্ট পেশ করলে বিজেপি। বিজেপির পেশ করা ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ রিপোর্টে সাংসদ ব্রিজলাল, সত্যপাল সিং, কেসি রামামূর্তি, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও জাতীয় মুখপাত্র ভারতী ঘোষের সই রয়েছে। বুধবার এই রিপোর্টের কড়া নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপির রিপোর্ট সিবিআই তদন্তকে দুর্বল করবে, প্রভাবিত করবে। নাড্ডাকে বিজেপির পেশ করা রিপোর্ট নিন্দনীয়। এই ধরনের রিপোর্ট তদন্তকে ভুল পথে চালিত করবে। বিজেপি ও কেন্দ্রীয় সরকারের এই মনোভাবের নিন্দা করি’’।