মুম্বই, ৩০ মার্চ (হি.স.): মাত্রাতিরিক্ত গরমে কাহিল হয়ে পড়েছে মহারাষ্ট্র, মুম্বই হোক অথবা জলগাঁও তীব্র দাবদাহে পুড়ছে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত। মহারাষ্ট্রের জলগাঁও জেলায় দাবদাহে অসুস্থ হয়ে প্রাণে হারালেন একজন কৃষক। জলগাঁও জেলা কালেক্টরেটের একজন আধিকারিক দাবি করেছেন, রাজ্যে চলতি গ্রীষ্মের মরসুমে সম্ভবত এটিই প্রথম এমন ঘটনা ঘটেছে।
মৃত কৃষকের নাম-জিতেন্দ্র সঞ্জয় মালি (২৭)। মঙ্গলবার দুপুরে জমিতে কাজ করছিলেন তিনি, বাড়ি ফেরার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন, কিছু মানুষ তাঁকে জলগাঁও গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গরমে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালের চিকিৎসক ডাঃ আশিষ পাটিল জানিয়েছেন, প্রখর রোদে কাজ করার পর বাড়ি ফিরছিলেন ওই কৃষক। গরমেই তিনি অসুস্থ হয়ে পড়েন।