নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার পথে নামছে কংগ্রেস। বৃহস্পতিবার দিল্লির বিজয় চকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখাবেন কংগ্রেস নেতা-কর্মীরা। পেট্রোল ও ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ হিসাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে যে দায়ী করা হচ্ছে, তা পুরোপুরি মিথ্যে।
বুধবার প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “জ্বালানির দাম কমানো ছিল তাঁদের (বিজেপি) নির্বাচনী কৌশল। এখন তাঁরা রাশিয়া-ইউক্রেন সংকটের আড়ালে জ্বালানি তেলের দাম বাড়িয়ে ক্ষতিপূরণ দিচ্ছে। এটা মিথ্যা। বৃহস্পতিবার, ৩১ আমরা বিজয় চকে প্রতিবাদ করব।” উল্লেখ্য, গত ২২ মার্চের পর থেকে ফের জ্বালানির দাম বাড়তে শুরু করেছে দেশে। এই দাম বৃদ্ধির কারণ হিসাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধকেই দায়ী করা হচ্ছে। যদিও, ভারতের বিরোধী দলের নেতারা অন্য কথা বলছেন। যাইহোক, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। বিগত ৯ দিনে অষ্টমবার মহার্ঘ্য হয়েছে দুই জ্বালানি তেল।