Narendra Modi: দেশের দরিদ্র শ্রেণীর মানুষের ক্ষমতায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): দেশের দরিদ্র শ্রেণীর মানুষের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় সরকার। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় সরকার সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্র নিয়ে দরিদ্রদের নিরন্তর উন্নয়ন করে চলেছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্মিত ৫.২১ লক্ষ বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে বলেছেন, “দেশের দরিদ্র শ্রেণীর মানুষের ক্ষমতায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় সরকার সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্র নিয়ে দরিদ্রদের উন্নয়ন করে চলেছে। আজকের এই কর্মসূচি এই অভিযানেরই অংশ। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গ্রামে বানানো এই সওয়া ৫ লক্ষ ঘর শুধুমাত্র একটি সংখ্যা নয়, দেশে সশক্ত হয়ে ওঠা দরিদ্রদের পরিচয় হয়ে উঠেছে।”

প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের দেশে কিছু দল দারিদ্র্য দূর করার স্লোগান দিলেও দরিদ্রদের ক্ষমতায়নে কোনও কাজই করেনি। যখন একটি সৎ সরকারের প্রচেষ্টা, একটি শক্তিশালী দরিদ্রের প্রচেষ্টা একত্রিত হয়, তখন দারিদ্র্য পরাজিত হয়।” প্রধানমন্ত্রীর কথায়, “গরিবদের পাকা বাড়ি দেওয়ার এই অভিযান শুধুমাত্র সরকারি প্রকল্প নয়। গ্রাম ও গরীবকে বিশ্বাস প্রদানের অঙ্গীকার। দরিদ্রদের দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সাহস জোগাতে পদক্ষেপ।” প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে আরও বলেছেন, “মহিলাদের সমস্যা দূর করতে প্রতিটি বাড়িতে জল পৌঁছে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। এই প্রকল্পের অধীনে গত আড়াই বছরে সারা দেশে ৬ কোটিরও বেশি পরিবার বিশুদ্ধ পানীয় জলের কানেকশন পেয়েছে।” এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।