Covid19: দক্ষিণ কোরিয়ায় সংক্রমণের হার নিম্নমুখী, একদিনে কোভিডে মৃত্যু ২৮৭ জনের

সিওল, ২৮ মার্চ (হি.স.): দক্ষিণ কোরিয়ায় কোভিড-সংক্রমণ ধীরে ধীরে কমছে, দৈনিক করোনা-সংক্রমণের সংখ্যা ২-লক্ষের নীচে নেমে এসেছে। বিগত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮৭ হাজার ২১৩ জন। সংক্রমণের হার কমতেই হাসপাতালে ভর্তির সংখ্যাও উত্তরোত্তর কমছে। দৈনিক মৃত্যুর সংখ্যাও কমে আসছে দক্ষিণ কোরিয়ায়।

রবিবার সারাদিনে দক্ষিণ কোরিয়ায় প্রাণ হারিয়েছেন ২৮৭ জন কোভিড-সংক্রমিত রোগী। কতজন সুস্থ হয়েছেন সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। দক্ষিণ কোরিয়ায় নতুন করে ১ লক্ষ ৮৭ হাজার ২১৩ জন সংক্রমিত হওয়ার পর এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১২,০০৩,০৫৪ জন এবং মৃত্যু হয়েছে ১৫,১৮৬ জনের।