নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.) : রবিবার সকাল ১১টায় ‘মন কি বাত’-এ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি সংক্ষিপ্ত পুস্তিকা ভাগ করে গত মাসের মন কি বাত পর্বের আকর্ষণীয় দিকগুলিকে তুলে ধরেন।
এদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান “মন কি বাত” শুনবেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। জানা গিয়েছে, জেপি নড্ডা অন্যান্য বিজেপি কর্মীরাদের সঙ্গে বসে মন কি বাত অনুষ্ঠান শুনবেন।
উল্লেখ্য, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ার বিধানসভা নির্বাচনে জয়ের পর প্রথমবারের মতো এই রেডিও অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী।
“মন কি বাত” হল প্রধানমন্ত্রীর মাসিক রেডিও ভাষণ, যা প্রতি মাসের শেষ রবিবার সকাল ১১টায় সম্প্রচার করা হয়।
মন কি বাত-এর প্রথম পর্বটি ৩ অক্টোবর,২০১৪-এ সম্প্রচারিত হয়েছিল।