নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.) : অন্ধ্রপ্রদেশের চিত্তুরে বাস দুর্ঘটনায় মৃতদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। এদিন টুইটারে নিয়ে কোবিন্দ বলেন, “অন্ধ্রপ্রদেশের চিত্তুরে একটি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে জেনে দুঃখিত। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।”
প্রসঙ্গত, শনিবার রাতে পাহাড়ি পথ ধরে যাওয়ার সময় বাসটি ৫০ ফুট নিচে পড়ে যায়। অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত ৪৪ জন। বাসটিতে মোট ৫২ জন যাত্রী ছিলেন।পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ১০’টা নাগাদ। বাসে করে যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল।
পুলিশ জানায়, বাসটি অনন্তপুর জেলায় ধর্মাভরম থেকে সন্ধ্যায় রওনা হয়েছিল। গন্তব্য ছিল দুর্ঘটনাস্থলের অদূরেই নাগরি গ্রাম। আহতদের সঙ্গে কথা বলে পুলিশের প্রাথমিক অনুমান, বাসটি স্বাভাবিকের থেকে বেশি গতিতে চলছিল। একটি বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।