ক্রাইসচার্চ, ২৭ মার্চ (হি.স.) : মহিলাদের বিশ্বকাপে মরণ-বাঁচন ম্যাচ ভারতের। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতের মহিলা দল করল সাত উইকেট হারিয়ে ২৭৪ রান। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মোক্ষম সময়ে ব্যাট হাতে জ্বলে উঠলেন স্মৃতি মান্ধানা (৭১), শেফালি ভার্মা (৫৩), মিতালি রাজ (৬৮) ও হরমনপ্রীত (৪৮)। ভারতের মহিলা ব্যাটারদের দাপটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় স্কোর করল ভারত।
বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে ভারতকে জিততেই হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এই ম্যাচ শুরুর আগে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে ভারত। ৬ ম্যাচে ৬ পয়েন্ট ভারতের ঝুলিতে। ইংল্যান্ডেও সমসংখ্যক ম্যাচ খেলে একই পয়েন্টে। তবে ইংল্যান্ডেরও একটি ম্যাচ বাকি রয়েছে।
ম্যাচে নামার আগে ভারতীয় দলে দু’টি পরিবর্তন আনা হয়। ঝুলন গোস্বামী ও পুনম যাদবের পরিবর্তে দলে ঢোকেন মেঘনা সিং এবং দীপ্তি শর্মা। গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের জন্য নেই ঝুলন। এদিন টস জিতে এদিন ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুটা বেশ ভাল করে ভারত। দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা ওপেনিং জুটিতে ৯১ রান জোড়েন। শেফালি ব্যক্তিগত ৫৩ রানে আউট হন।
মিতালি ফেরেন ৬৮ রানে। আটটি বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। এদিন মিতালি পঞ্চাশ করার পরে টুইটারে ভেসে ওঠে, সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে হাফ সেঞ্চুরি করার নজির ছিল মিতালির। আবার সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে পঞ্চাশ করলেন মিতালি রাজ। পূজা বস্ত্রকার আউট হন ব্যক্তিগত ৩ রানে। রিচা ঘোষও (৮) ব্যর্থ হন। হরমনপ্রীত ভাল খেললেও পঞ্চাশ করতে পারেননি। ৪৮ রানে থামেন তিনি। একসময়ে অবশ্য মনে হয়েছিল ভারত তিনশো ছুঁতে পারবে। সেই জায়গায় ভারত করল ২৭৪ রান। পরে ব্যাট করে এই রান তাড়া করা রীতিমতো কঠিন।