চণ্ডীগড়, ২৭ মার্চ (হি.স.) : রবিবার চণ্ডীগড়ে ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার (আইসিসিসি) উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আইসিসিসি-র অধীনে প্রায় দুহাজারটি সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে।
আইসিসিসির প্রধান কাজ নাগরিক পরিষেবা যেমন জল, বিদ্যুৎ, পয়ঃনিষ্কাশন ইত্যাদির সঙ্গে একীভূত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্জাবের গভর্নর এবং চণ্ডীগড়ের প্রশাসক বনওয়ারিলাল পুরোহিত।
এই অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে শাহ বলেন, “আমি নিশ্চিত যে চণ্ডীগড় আগামী দিনে, ভারত ও বিশ্বের অন্যতম উন্নত শহর হয়ে উঠবে।” তিনি আরও বলেন, আইসিসিসি এমন একটি পদক্ষেপ যা শুধুমাত্র চণ্ডীগড়কে নিরাপদ করে তুলবে না তবে নাগরিক-কেন্দ্রিক পরিষেবাগুলির সরবরাহকেও উন্নত করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী এখানে সেক্টর ১৭-এ চণ্ডীগড় হাউজিং বোর্ডের নতুন অফিস ভবনেরও এদিন উদ্বোধন করেন।