বিশালগড়, ২৬ মার্চ : বিশালগড়-র জাঙ্গালিয়া এলাকায় রেগার কাজ করতে গিয়ে শনিবার বেলা ৯টা নাগাদ এক শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছে। আহত শ্রমিকের নাম রামু সাহা।
ঘটনার বিবরণে জানা গেছে, অন্যান্য শ্রমিকদের সঙ্গে রামু সাহাও কাজ করতে যান। কাজ করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন ওই শ্রমিক। তার একটি হাত ভেঙ্গে গেছে বলে জানা গেছে। ঘটনার পরপরই অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে ওই শ্রমিক বিশালগড় হাসপাতালে চিকিৎসাধীন।
কাজ করতে গিয়ে শ্রমিক গুরুতরভাবে জখম হওয়ায় অন্যান্য শ্রমিকদের মধ্যে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়। আহত শ্রমিকের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করার জন্য শ্রমিকদের তরফ থেকে দাবি জানানো হয়েছে।
—