নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.): পেট্রোল ও ডিজেলের দাম পুনরায় বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। চলতি সপ্তাহে এই নিয়ে চতুর্থ দিন মহার্ঘ্য হল পেট্রোল ও ডিজেল। শনিবার রাজধানী দিল্লিতে লিটারে ৮০ পয়সা বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। দিল্লিতে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে, ৯৮.৬১ টাকা ও ৮৯.৮৭ টাকা। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৮৩ পয়সা, ফলে কলকাতায় পেট্রোলের বর্ধিত দাম ১০৮.০১ টাকা এবং ডিজেলের দাম ৭৯ পয়সা বেড়ে ৯৩.০১ টাকায় পৌঁছেছে।
মুম্বইয়ে ৮৪ পয়সা বেড়েছে পেট্রোলের দাম ও ৮৫ পয়সা বেড়েছে ডিজেলের দাম, মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম যথাক্রমে, ১১৩.৩৫ টাকা ও ৯৭.৫৫ টাকা। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে চেন্নাইতেও। দেশের অন্যান্য মেট্রো শহরের তুলনায় পেট্রোল ও ডিজেলের দাম সবথেকে বেশি মুম্বইয়ে। ৪-দিনেই পেট্রোলের দাম বেড়েছে প্রায় ৩.২০ টাকা।