নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.) : বিরোধীদের প্রবল প্রতিবাদের মধ্যে শুক্রবার লোকসভায় পেশ করা হল ‘দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২২’। বর্তমানে রাজধানী দিল্লি তিনটি পুরনিগমে বিভক্ত। নতুন বিলে তিনটি নিগমকে মিলিয়ে একটিমাত্র ‘সংযুক্ত সংস্থা’ গড়ে তোলার কথা বলা হয়েছে। সেই নিগমে ২৫০-টির বেশি ওয়ার্ড থাকবে না। বর্তমানে দিল্লি নর্থ, সাউথ ও ইস্ট মিউনিসিপ্যাল কর্পোরেশনে মোট ২৭২ টি ওয়ার্ড রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এদিন লোকসভায় ওই বিল পেশ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন। দিল্লির তিনটি পুরসভাকে মিশিয়ে দেওয়ার বিরোধিতা করেছে কংগ্রেস, বহুজন সমাজ পার্টি এবং আরএসপি। তাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের ওই পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। পুরনিগম সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে একমাত্র রাজ্য সরকার।নতুন বিল অনুসারে, কেন্দ্রীয় সরকারকে পুরনিগমগুলি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেওয়া হয়েছে। ‘দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট ১৯৫৭-তে যেখানে ‘সরকার’ শব্দটি ছিল, সেখানে নতুন বিলে ‘কেন্দ্রীয় সরকার’ কথাটি বসানো হয়েছে। লোকসভায় ওই বিল পাশ হলে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করবে। তাতে বলা হবে, কীভাবে তিনটি পুর নিগমকে মিলিয়ে একটি নিগম করা হবে।
প্রসঙ্গত, আগামী এপ্রিলে দিল্লির তিনটি পুর নিগমে ভোট হওয়ার কথা আছে। কিন্তু নতুন বিল আইনে পরিণত হলে ভোট পিছিয়ে যাবে ছ’মাস থেকে একবছর।

