লখনউ, ২৫ মার্চ (হি.স.) : শুক্রবার দ্বিতীয় মেয়াদে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথের শপথ নেওয়ার সঙ্গেই তার প্রথম মেয়াদে মন্ত্রিসভার সতীশ মাহানা, শ্রীকান্ত শর্মা, দীনেশ শর্মা সহ কয়েকজন বিশিষ্ট মন্ত্রীরা এবার মন্ত্রিসভায় ঠাঁই পেলেন না। এদিন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন।
দীনেশ শর্মা, যিনি আগে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ছিলেন, এবার যোগী মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন। তাঁর জায়গায়, যোগী আদিত্যনাথ মন্ত্রিসভায় কেশব প্রসাদ মৌর্যের সঙ্গে ব্রজেশ পাঠক উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।অন্যদিকে, মথুরার বিজেপি বিধায়ক তথা প্রথম মেয়াদে শক্তিমন্ত্রী শ্রীকান্ত শর্মাও যোগী মন্ত্রিসভায় জায়গা পাননি। এছাড়াও, সতীশ মাহানা যিনি পূর্বে উত্তর প্রদেশের পরিকাঠামো ও শিল্প উন্নয়ন মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তাকেও রাজ্যের নতুন মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের প্রাক্তন বিনিয়োগ এবং রপ্তানি মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিংকেও উত্তরপ্রদেশ মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে।