ঢাকা, ২৫ মার্চ (হি. স.) : ঢাকায় প্রকাশ্যে শুটআউট। দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন শাসকদল আওয়ামী লীগের দাপুটে নেতা। গুলিতে বেঘোরে প্রাণ হারিয়েছে আরও এক পথচারী পড়ুয়া। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষোভে ফুঁসছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যদিও র্যাবের দাবি, শুটআউটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে।
জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত দশটা নাগাদ নিজের ব্যক্তিগত গাড়ি চেপে বাড়ি ফিরছিলেন মতিঝিল থানা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু (৫৪)। খিলগাঁও রেলক্রসিংয়ের আগের সিগন্যালের মুখে আটকে যায় গাড়ি। তখন একটি মোটরসাইকেল এসে থামে তাঁর গাড়ির পাশে। কেউ কিছু বুঝে ওঠার আগেই গাড়ির মধ্যে থাকা টিপুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে মোটরসাইকেল আরোহী। গুলিতে গুরুতর জখম হন টিপু ও তাঁর গাড়ির চালক। পাশে দাঁড়ানো রিকশায় থাকা এক তরুণীও গুলিবিদ্ধ হন। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক টিপু ও ওই তরুণীকে মৃত ঘোষণা করেন।