কৈলাসহর, ২৫ মার্চ : অবৈজ্ঞানিক উপায়ে জাতীয় সড়ক নির্মাণে ভোগান্তির শিকার সাধারণ জনগণ। প্রতিবাদে কৈলাসহর চিরাকুটি ট্রাইজংশনে অবরোধ করে স্থানীয়রা।
দীর্ঘসময় বন্ধ থাকে কৈলাসহর-কুমারঘাট, কৈলাসহর-ধর্মনগর সড়ক। উভয় দিকে আটকে পরে শতাধিক যানবাহন। প্রকল্প ব্যবস্থাপক সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।আসামের কুকিতল থেকে কৈলাসহর-কমলপুর-খোয়াই হয়ে আগরতলা যাওয়ার জন্য ডাবল লেনের বিকল্প জাতীয় সড়ক (২০৮ এ) নির্মাণের কাজ চলছে জোর কদমে। একই সাথে জেলা সদর কৈলাসহরকে মূল জাতীয় সড়কের সাথে সংযুক্ত করার জন্য কৈলাসহর-কুমারঘাট সড়ককে ডাবল লেনে উন্নীত করার কাজ চলছে একই গতিতে।
প্রতিদিন স্বাভাবিক যানচলাচলের পাশাপাশি উভয় নির্মাণ কাজের সাথে জড়িত কয়েক শতাধিক ভারী যানবাহন ও মেশিন দিবারাত্রি চলাচল করছে। বর্তমানে খরা মরসুমে এই ভারী যানবাহন সহ নিত্যদিনের যানবাহন চলাচলে মাত্রাতিরিক্ত ধুলোবালি বাতাসের সাথে মিশে এক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করছে, একই সাথে চলাচলের ক্ষেত্রে দৃশ্যমান্যতাও অনেকাংশ কমে গেছে। জনবসতিহীন জায়গায় কাজকর্মের ক্ষেত্রে সে ধরনের অসুবিধা না হলেও লোকালয়ে ও ঘন জনবসতিপূর্ণ এলাকা ও বাজার এলাকায় প্রচণ্ড দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্থায়ী ও অস্থায়ী ব্যবসায়ীদের।
এ নিয়ে একাধিকবার অভিযোগ ও প্রতিবাদ করার পর মাঝে মাঝে নির্মাণ সংস্থার তরফ থেকে লোক দেখানো রাস্তাতে কিছু জল দেওয়া হয়। বিগত কয়েক মাস ধরে সেই প্রক্রিয়াও সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে নির্মাণ সংস্থা। একপ্রকার বাধ্য হয়ে স্থানীয় জনতা ও ব্যবসায়ীরা চিড়াকুটি ট্রাইজংশন এলাকায় অবরোধে বসে। দীর্ঘক্ষণ অবরোধে থাকার পর ঘটনাস্থলে ছুটে আসেন ডিসিএম জয়ন্ত জমাতিয়া সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। স্থানীয় জনতা দের সাথে দীর্ঘ আলাপ-আলোচনার পর প্রকল্প ব্যবস্থাপকের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন ডিসিএম জয়ন্ত জমাতিয়া। আশ্বাস মিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।