আগরতলা, ২৫ মার্চ (হি. স.) : ভারত ও বাংলাদেশের মধ্যে এক ও অভিন্ন সংস্কৃতির আদান প্রদান চলছে। ৪০ তম বইমেলা উপলক্ষে ত্রিপুরা সফরে এসে দ্ব্যর্থহীন ভাষায় একথা বলেন বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি জানান, আজ ৪০তম আগরতলা বইমেলায় অংশগ্রহণ করব। আগামীকাল ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হব।
আজ আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী ত্রিপুরায় প্রবেশ করেছেন। তাঁর সাথে বাংলাদেশের একটি সংস্কৃতিক দল এসেছে। এদিন বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ ত্রিপুরায় প্রবেশ করলে তাঁকে ফুল দিয়ে বরণ করেন আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও আগরতলা স্থলবন্দর ম্যানেজার দেবাশীষ নন্দী। সাথে ছিলেন তথ্য ও সংস্কৃতি দফতরের অধিকর্তা রতন বিশ্বাস।
এদিন তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আগরতলায় ৪০তম বই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বই মেলায় আমরা সব সময়ই অংশগ্রহণ করে থাকি। তিনি জানান, ভারত সরকারের আমন্ত্রনে বই মেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছি। এছাড়াও আগামীকাল ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সাথে আমাদের দ্বিপাক্ষিক বিষয় এবং সাংস্কৃতিক মতবিনিময় হবে।
তাঁর কথায়, ভারত ও বাংলাদেশের মধ্যে এক ও অভিন্ন সংস্কৃতির আদান প্রদান চলছে। ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু প্রতীম রাষ্ট্র ও প্রতিবেশী। তাঁর দাবি, কোটি কোটি বাংলা ভাষাভাষী মানুষ ভারতে বাস করেন। ২৬ কোটি বাংলা ভাষাভাষীর মধ্যে ভারতে রয়েছেন ১০ কোটি। বাংলাদেশে দেশে আছে ১৬ কোটি।
এদিকে, তিনি আগামীকাল আগরতলা স্থিত সহকারী হাই কমিশন অফিসে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।