কলকাতা, ২৫ মার্চ (হি.স.): বীরভূম জেলার রামপুরহাটের বগটুই গ্রামে ৮ জনকে পুড়িরে মারার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে। একইসঙ্গে হাইকোর্ট জানিয়েছে, সিবিআই-কে সম্পূর্ণ সাহায্যে করতে হবে রাজ্য সরকারের। আগামী ৭ এপ্রিলের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সিবিআই-কে।
রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বেশ কয়েকটি জনস্বার্থ মামলাকে একত্র করে শুনানি হয় হাইকোর্টে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি শেষে বৃহস্পতিবার রায়দান স্থগিত রাখা হয়। এরপর শুক্রবার সকালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, বগটুই গ্রামের ঘটনার তদন্ত করবে সিবিআই। হাইকোর্ট জানিয়েছে, সিবিআই-কে সবরকম সাহায্য করতে হবে রাজ্যের এবং দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে। প্রসঙ্গত, বগটুই গ্রামের ঘটনায় ইতিমধ্যেই ২৫ জনকে গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারী দল (সিট)। সিট এখনও পর্যন্ত এই ঘটনার তদন্ত করছিল।

