গুয়াহাটি, ২৪ মার্চ (হি.স.) : বিগত বছরগুলির মতো এবারও উত্তর-পূর্বাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের দুস্থ নাগরিকদের চিকিৎসা পরিষেবা দিতে আগামী ২৭ মার্চ রবিবার থেকে ছয়দিনের ‘ধন্বন্তরী সেবা যাত্রা-২২’ শুরু হচ্ছে। সেবা ভারতী পূর্বাঞ্চল এবং ন্যাশনাল মেডিকোজ অর্গানাইজেশন (এনএমও)-এর যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল এই কার্যসূচিতে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন রাজ্য (প্রায় ৮০) এবং অসমের মিলিয়ে শতাধিক বরিষ্ঠ ডাক্তার এবং মেডিক্যাল ছাত্ররা অনুষ্ঠেয় ‘ধন্বন্তরী সেবা যাত্রা’য় তাঁদের সর্বোচ্চ পরিষেবা দেবেন।
গুয়াহাটির মালিগাঁওয়ে আদিংগিরিতে অবস্থিত সেবা ভারতী জনজাতি ছাত্রাবাসে ২৭ মার্চ সকাল ১০টায় উনবিংশতম ‘ধন্বন্তরী সেবা যাত্রা-২২’-এর শুভ উদ্বোধন করবেন শ্রীমন্ত শংকরদেব স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ধ্রুবজ্যোতি বরা।
এই তথ্য দিয়ে ‘ধন্বন্তরী সেবা যাত্রা-২২’-এর অভ্যর্থনা সমিতির সম্পাদক রিজু দত্ত জানান, উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিন দেশের বিভিন্ন রাজ্যের ডাক্তার ও মেডিক্যাল ছাত্রছাত্রীরা এসে যাবেন। রবিবার সেবা যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের পর বিভিন্ন রোগের ওষুধপত্র এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সঙ্গে নিয়ে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যথাক্রমে অসম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং ত্রিপুরার উদ্দেশ্যে যাত্রা করবেন পাঁচ থেকে ছয়জনের ডাক্তারের দল।
রাজু দত্ত জানান, মূলত উত্তরপূর্বের পাহাড়ি জনপদে গিয়ে তাঁরা গরিব, আধুনিক পৃথিবীর আলো থেকে বঞ্চিত, যোগাযোগ বিচ্ছিন্ন মানুষজনকে টানা ছয়দিন চিকিৎসা পরিষেবা দেবেন। দেশ এবং রাজ্যের নানা প্রান্তের বিশেষজ্ঞ, সাধারণ এবং শিক্ষানবিশ ডাক্তাররা মায়েদের গর্ভকালীন এবং প্রসবকালীন গৃহীত ব্যবস্থা ইত্যাদি সম্পর্কেও পাহাড়ি এলাকার প্রসূতিদের সচেতন করবেন।
এর পর ৩১ মার্চ রাত এবং ১ এপ্রিল সকালের মধ্যে ডাক্তারদের দল ফের গুয়াহাটিতে ফিরে আসবেন। এদিন সমাপন অনুষ্ঠানে ডাক্তাররা তাঁদের সেবা যাত্রার অভিজ্ঞতা বর্ণনা করবেন। বেলা ১১টায় শুরু হবে সমাপন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত, সম্মানীত অতিথি হিসেবে থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় কার্যকারিণী সদস্য সুরেশ জোশি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত গত ২০০৫ সাল থেকে প্রতি বছর এই সময় সেবা ভারতী পূর্বাঞ্চল এবং ন্যাশনাল মেডিকোজ অর্গানাইজেশন-এর যৌথ উদ্যোগে ‘ধন্বন্তরী সেবা যাত্রা’ অনুষ্ঠিত হচ্ছে। এবারের ’১৯-তম ধন্বন্তরী সেবা যাত্রা’র অভ্যর্থনা সমিতির সভাপতি এবং কার্যনির্বাহী সভাপতি মনোনীত করা হয়েছে যথাক্রমে বিশিষ্ট নাগরিক রামাবতার ভরতীয়া, প্রদীপ নাহাটা, উপ-সভাপতি মনোজ কুমার দাস, সম্পাদক রিজু দত্তকে। এছাড়া যুগ্ম-সম্পাদক সহ কোষাধ্যক্ষ, কো-অর্ডিনেটর, অর্থকরী বিভাগ, অ্যাকোম্যাডেশন, ট্রান্সপোর্ট, স্মরণিকা, মেডিসিন প্যাকেটিং, খাদ্য বিভাগ, ক্যাম্প কো-অর্ডিনেশন ইত্যাদি বিভিন্ন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্নজনকে। সমাপন অনুষ্ঠানে অন্যবারের মতো বিশিষ্ট চিকিৎসক এবং প্রথিতযশা ব্যক্তিবর্গের নিবন্ধ সংবলিত ‘ধন্বন্তরী’ শীৰ্ষ স্মরণিকা প্ৰকাশ করা হবে।