নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): কৃষকদের কল্যাণে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জানিয়ে দিলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে পীযূষ গোয়েল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কৃষক কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের সমস্ত কৃষকরা যাতে বিভিন্ন নীতির সুযোগ-সুবিধা পান তাও নিশ্চিত করা হয়েছে। গোয়েল বলেছেন, গত কয়েক বছরে তেলেঙ্গানা থেকে চালের এমএসপি সংগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে,২০১৪-১৫ সালে ৩,৩৯১ কোটি থেকে ২০২০-২১ সালে ২৬ হাজার ৬১০ কোটি। ৬ বছরে তা বেড়েছে ৭ গুণ। একই নীতি যা পঞ্জাবের ক্ষেত্রে প্রযোজ্য তা তেলেঙ্গানা ও অন্যান্য রাজ্যেও প্রযোজ্য।
তেলেঙ্গানার কৃষকদের আশ্বস্ত করে পীযূষ গোয়েল বলেছেন, তেলেঙ্গানার কৃষকরা আশ্বস্ত হতে পারেন, বিভিন্ন রাজ্যের কৃষকদের মধ্যে একেবারেই কোনও বৈষম্য নেই। তেলেঙ্গানার কিছু রাজনীতিবিদ রাজ্যের কৃষকদের বিভ্রান্ত করছে। আমি তেলেঙ্গানা সরকারকে এসব বন্ধ করার জন্য অনুরোধ করছি। গোয়েল আরও বলেছেন, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে চুক্তি অনুসারে, রাজ্যগুলিকে চাল সংগ্রহ করতে হবে এবং কেন্দ্রীয় সরকার বাজারের চাহিদা অনুযায়ী চাল ক্রয় করে৷ রাজ্যগুলি রাজ্যে তাদের নিজস্ব ব্যবহারের জন্য চাল সংগ্রহের পরে, বাকিটা সরকার গ্রহণ করে।