গান্ধীনগর, ২৪ মার্চ (হি.স.): শুধুমাত্র রাজনীতি নয়, সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গুজরাট। গুজরাটের ইতিহাস অনন্য। বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বৃহস্পতিবার গান্ধীনগরে গুজরাট বিধানসভার বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিজের ভাষণে বলেছেন, “স্বাধীনতা ও স্বাধীনতার অমৃত মহোৎসবের প্রেক্ষাপটে গুজরাটের চেয়ে ভালো স্থান আর নেই। গুজরাট অঞ্চলের জনগণই অগ্রগামী যারা একটি স্বাধীন ভারতের কল্পনা করেছিলেন। গুজরাটের ইতিহাস অনন্য। মহাত্মা গান্ধী ও সর্দার প্যাটেলের এই ভূমিকে সত্যাগ্রহের ভূমি বলা যেতে পারে। রাজনীতির পাশাপাশি গুজরাট সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”
রাষ্ট্রপতি বলেছেন, গুজরাটের জনগণের উদারতা ভারতীয় সংস্কৃতির একটি প্রধান বৈশিষ্ট্য। প্রাচীনকাল থেকেই এই ক্ষেত্রে সমস্ত গোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষ ভ্রাতৃত্ববোধে এগিয়ে চলেছেন। একটি নতুন রাজ্য হিসাবে গুজরাট গঠনের পরে, এই বিধানসভা রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। বিগত কয়েক বছর ধরে গুজরাট মডেল অফ ডেভেলপমেন্ট একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। উন্নয়নের এই মডেল দেশের যে কোনও অঞ্চল ও রাজ্যে বাস্তবায়িত হতে পারে।