লখনউ, ২৪ মার্চ (হি.স.) : আগামীকাল ২৫ মার্চ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে লখনউ ট্র্যাফিক পুলিশ বৃহস্পতিবার একটি যানবাহন চলাচলে পরিবর্তন ও নিয়ন্ত্রণে নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা আগামীকাল ২৫ মার্চ রাত ১০ টা পর্যন্ত কার্যকর থাকবে।
লখনউ ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে জারি হওয়া ওই নির্দেশিকায় বলা হয়েছে, আমন্ত্রিতদের যানবাহন ছাড়া সমস্ত যানবাহন শহরের অন্যান্য রুটে নিয়ে যাওয়া হবে। অযোধ্যা থেকে বারাবাঙ্কি পর্যন্ত যানবাহন চিনহাট সার্কেলে পরিবর্তন করা হবে। শহর থেকে বেরেলির যানবাহন হজরত গঞ্জ সার্কেলের দিকে ডাইভার্ট করা হবে। স্টেডিয়ামের চারপাশে পাবলিক ট্রান্সপোর্টসহ সব ধরনের প্রাইভেট যান চলাচল সম্পূর্ণ সীমাবদ্ধ থাকবে। ট্রাফিক নিয়ন্ত্রণে রাখার জন্য পার্কিং স্থান বরাদ্দ করা হয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথের শপথ অনুষ্ঠান ২৫ মার্চ একনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানে যোগ দেবেন তাদের মধ্যে রয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, হরিয়ানার মুখ্যমন্ত্রী এমএল খাট্টার, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় আর ঠাকুর এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী। বিপ্লব দেব, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

