Dead Body : রেলে কাটা পরে বৃদ্ধার মৃত্যু

আগরতলা, ২৩ মার্চ : তেলিয়ামুড়া মেলাপাথর এলাকায় রেলের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। মৃত মহিলার নাম নিলু রানী দাস।

 সংবাদ সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধা মহিলা রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ট্রেন এসে পড়ে। তখনই তিনি রেলে কাটা পড়ে মারা যান। স্থানীয় লোকজন ঘটনা প্রত্যক্ষ করে মহিলার বাড়িতে খবর দেন। খবর পেয়ে মহিলার পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানার পুলিশ এবং রেল পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

 ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।  সংবাদ সূত্রে আরো জানা গেছে ধর্মনগর থেকে আগরতলা গামী ট্রেনের নিচে কাটা পড়ে এই মহিলার মৃত্যু হয়েছে। মহিলার অসাবধানতার কারণেই ঘটনাটি ঘটেছে বলেও স্থানীয় মানুষ অভিমত ব্যক্ত করেছেন।