কলকাতা, ২৩ মার্চ (হি. স.) : বাগটুই গ্রামে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩।
সোমবার রাতে বীরভূম জেলার রামপুরহাট থানার বাগটুই গ্রামে দুষ্কৃতীদের ছোঁড়া গুলি ও বোমাতে খুন হন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা ভাদু শেখ। ঘটনার সময় ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে বকটুই গ্রামে চায়ের দোকানে বসেছিলেন ভাদু শেখ। সেই সময় খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে পর পর বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। তার জেরে কার্যত ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সেই মৃত্যুর পরেই বকটুই গ্রামে বেশ কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ভাদুর অনুগামীরাই গ্রামে হামলা চালিয়ে ব্যাপক বোমাবাজি করে ও বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটায়। তার জেরেই একাধিক গ্রামবাসীর মৃত্যুর ঘটনা ঘটে। সরকারি হিসাবে মৃতের সংখ্যা ৮ হলেও গ্রামবাসীরা বুধবার সকালেও দাবি করেছেন ১৮জনের মত মৃত্যু হয়েছে। অধিকাংশের দেহই রাতের মধ্যে লোপাট করা হয়েছে বলেই তাঁদের দাবি। যদিও পুলিশ সেই দাবিকে মান্যতা দেয়নি এখনও। তবে এদিন বীরভূম জেলা পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে দুটি ঘটনা মিলিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে ২৩।