Tathagata Roy: রামপুরহাট-কান্ডে ববি হাকিমকে একহাত তথাগত রায়ের

কলকাতা, ২৩ মার্চ (হি. স.) : রামপুরহাট-কান্ডে নাম না করে ববি হাকিমকে একহাত নিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তথাগত রায়।

বুধবার তথাগতবাবু টুইটারে লিখেছেন, “বেকায়দায় পড়লেই সিপিএম বলত, এর পিছনে গভীর মার্কিন সাম্রাজ্যবাদী চক্রান্ত আছে। আর রামপুরহাটের হত্যালীলার পরে কলকাতার সুলতান, বিহারের গয়া জেলা থেকে আগত মিনি-পাকিস্তানের জনক বলছে, এর পিছনে বাংলার মাথা নত করে দেবার চক্রান্ত আছে ! চোরে চোরে খালাতো ভাই ! ” প্রসঙ্গত, ভয়ঙ্কর হত্যালীলার পর রাজ্যপাল এবং বিরোধীদের প্রতিবাদ প্রসঙ্গে মঙ্গলবার ববি হাকিম বলেছিলেন এর পিছনে বাংলার মাথা নত করে দেবার চক্রান্ত আছে ! তারই প্রতিক্রিয়া দিলেন তথাগতবাবু।