Thief : কলেজটিলায় দুঃসাহসিক চুরি

আগরতলা, ২৩ মার্চ : রাজধানী আগরতলা শহর সংলগ্ন কলেজ টিলা প্রফেসর পাড়ায় গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নারায়ণ দেববর্মার ঠাকুর ঘরে ঢুকে সোনা রুপা সহ অন্যান্য জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে। 

বুধবার সকালে বাড়ির লোকজনেরা ঘুম থেকে উঠে লক্ষ করেন ঠাকুর ঘরের দরজা ভাঙ্গা। ঠাকুর ঘরে ঢোকে তারা লক্ষ্য করেন ঠাকুরের সোনা ও রুপার গহনা সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরের দল। তারা ঘটনাটি প্রতিবেশীদের জানান এবং খবর পাঠানো হয় কলেজ টিলা আউটপোস্টের পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত ঠাকুরের সোনার এবং রুপার গয়না উদ্ধার করতে সক্ষম হয়নি। 

ঠাকুর ঘরের দরজা ভেঙ্গে সোনা রুপার গহনা চুরি করে নিয়ে যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অবিলম্বে অভিযুক্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে এলাকাবাসীর দাবি জানিয়েছেন। এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য দাবি উঠেছে।