কলকাতা, ২২ মার্চ (হি. স.) : রামপুরহাটের ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যসচিবের কাছে দ্রুত রিপোর্ট চাইলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।
মঙ্গলবার দুপুরে তিনি ভিডিওতে এ ব্যাপারে মন্তব্য করে টুইটারে সেটি যুক্ত করেছেন। লিখেছেন, “ভয়াবহ সহিংসতা এবং অগ্নিসংযোগের বেলেল্লাপনা বীরভূমের রামপুরহাটে। এটা দেখিয়ে দিচ্ছে যে রাজ্য হিংসার সংস্কৃতি এবং অনাচারের কবলে রয়েছে। ইতিমধ্যে আটটি প্রাণ হারিয়েছে। মুখ্য সচিবের কাছে ঘটনার বিষয়ে জরুরি আপডেট চেয়েছি। শোকাহত পরিবারকে আমার সমবেদনা জানাই।“ প্রসঙ্গত, রামপুরহাট-কান্ডের পর অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।