শহিদ দিবসে সরকারি ছুটি পঞ্জাবে, ভগৎ সিং ও আম্বেদকরের মূর্তি বসানোর জন্য প্রস্তাব পাশ

চন্ডীগড়, ২২ মার্চ (হি.স.): মার্চ মাসের ২৩ তারিখ স্বাধীনতা সংগ্রামী শহিদ ভগৎ সিংয়ের মৃত্যুবার্ষিকী। দিনটি পালিত হয় শহিদ দিবস হিসেবে, শহিদ দিবসে পঞ্জাবে ঘোষিত হল সরকারি ছুটি। মঙ্গলবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ঘোষণা করেছেন, ২৩ মার্চ, শহিদ দিবসে সরকারি ছুটি থাকবে রাজ্যে। একইসঙ্গে পঞ্জাব বিধানসভায় শহিদ ভগৎ সিং ও বাবাসাহেব বি আর আম্বেদকরের মূর্তি বসানোর জন্য প্রস্তাবও পাশ হয়েছে।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এদিন বিধানসভায় ঘোষণা করেছেন, স্বাধীনতা সংগ্রামী শহিদ ভগৎ সিং-এর মৃত্যুবার্ষিকীতে পঞ্জাবে সরকারি ছুটি থাকবে। পঞ্জাবের জনগণ শহিদ ভগৎ সিংকে খাটকার কালানে তাঁর গ্রামে গিয়ে শ্রদ্ধা জানাতে পারবেন। পঞ্জাব বিধানসভায় শহিদ ভগৎ সিং ও বাবাসাহেব বি আর আম্বেদকরের মূর্তি বসানোর জন্য প্রস্তাবও পাশ হয়েছে এদিন।