সুকমা, ২১ মার্চ (হি.স.) : সোমবার ছত্তিশগড়ের সুকমা জেলার এলমাগুন্ডা ক্যাম্পের কাছে নকশালদের সঙ্গে গুলির লড়াইয়ে তিন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) জওয়ান আহত হয়েছেন জানা গিযেছে।
বস্তার ইন্সপেক্টর জেনারেল পি সুন্দররাজও জানিয়েছেন, জওয়ানরা স্থিতিশীল এবং আরও চিকিত্সার জন্য একটি উন্নত মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। তিনি বলেন, সোমবার সকালে সুকমা জেলার এলমাগুন্ডা ক্যাম্পের কাছে নকশালদের সঙ্গে গুলি বিনিময়ে তিনজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছে। তবে আহত জওয়ানদের অবস্থা স্থিতিশীল।