নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ভারতকে অনেক বড় উপহার, অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হল ২৯টি পুরাকীর্তি। পুরাকীর্তিগুলি ছ’টি বিস্তৃত বিভাগে বিস্তৃত, থিম অনুযায়ী-শিব এবং তাঁর শিষ্যরা, শক্তির উপাসনা, ভগবান বিষ্ণু এবং তাঁর রূপ, জৈন ঐতিহ্য, প্রতিকৃতি এবং আলংকারিক বস্তু। সোমবার এই পুরাকীর্তিগুলি নিরীক্ষণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ২৯টি পুরাকীর্তি নিরীক্ষণ ও খুঁটিয়ে দেখেন প্রধানমন্ত্রী। ২৯টি পুরাকীর্তি ভাস্কর্য এবং প্রতিকৃতিগুলি বেলেপাথর, মার্বেল, ব্রোঞ্জ, পিতল ও কাগজ প্রভৃতি উপকরণে তৈরি। এই পুরাকীর্তিগুলি রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করে।