সোনিয়াদের পক্ষেই খাড়গে, বললেন শুধুমাত্র গান্ধী পরিবারকে দায়ী করা ঠিক নয়

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.): প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ফের বুঝিয়ে দিলেন তিনি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের পাশেই। উত্তর প্রদেশ ও পঞ্জাব-সহ পাঁচ রাজ্যে কংগ্রেসের ভরাডুবির জন্য গান্ধী পরিবারকে দায়ী করতে তিনি মোটেও রাজি নন। জানিয়ে দিলেন, আমরা সবাই দায়ী। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে কংগ্রেসের বদলপন্থী গোষ্ঠী জি-২৩র নেতা গুলাম নবি আজাদের বৈঠক প্রসঙ্গে খাড়গে বলেছেন, সোনিয়া গান্ধীর সঙ্গেও তিনি দেখা করেছেন এবং দলকে ঐক্যবদ্ধ রাখার বিষয়ে কথা বলেছেন।

মল্লিকার্জুন খাড়গে শনিবার বলেছেন, “গুলাম নবী আজাদ অনেক বছর ধরে দলে রয়েছেন। তিনি সবকিছুই জানেন, তাই তিনি স্বাক্ষরকারীদের সঙ্গে কথা বলেছেন। তিনি সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করেছেন এবং দলকে ঐক্যবদ্ধ রাখার বিষয়ে কথা বলেছেন। এটা একটা ভালো লক্ষণ। দলকে আরও শক্তিশালী করতে চান বলেও জানান তিনি। স্বাগত জানানোর মতো অবস্থান এটি।” খাড়গে আরও বলেছেন, “দলকে শক্তিশালী করার জন্য সবাই একত্রিত হোক, এমনটাই আমরা সর্বদা চেয়েছি…আমরা সবাই দায়ী, শুধুমাত্র গান্ধী পরিবারকে দায়ী করা ঠিক নয়।”