কর্ণাটকের টুমকুরে বাস উল্টে মৃত ৮, আহত কমপক্ষে ২০ জন

টুমকুর (কর্ণাটক), ১৯ মার্চ (হি.স.): কর্ণাটকের টুমকুর জেলায় যাত্রীবোঝাই বাস উল্টে প্রাণ হারালেন ৮ জন। দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে টুমকুর জেলার পাভাগড়ের কাছে। হতাহতদের মধ্যে কয়েকজন পড়ুয়াও রয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে কমপক্ষে ৬০ জন ছিলেন, নিয়ন্ত্রণ হারানোর কারণে বাসটি উল্টে যায়।

পুলিশ জানিয়েছে, দ্রুত গতিতে চালানোর কারণে শনিবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ পাভাগড়ের কাছে উল্টে যায় একটি বাস। বাস উল্টে প্রাণ হারিয়েছেন দুই পড়ুয়া-সহ ৮ জন এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।