ত্রিপুরায় রাজ্যসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা, বিজেপি প্রার্থী ডা: মানিক সাহা, সিপিএম প্রার্থী ভানুলাল সাহা

আগরতলা, ১৮ মার্চ (হি. স.) : ত্রিপুরায় রাজ্যসভায় একটি মাত্র আসনে বিজেপি এবং সিপিএম প্রার্থী ঘোষণা দিয়েছে। ওই আসনে বিজেপি প্রার্থী হয়েছেন দলের প্রদেশ সভাপতি ডা: মানিক সাহা এবং সিপিএম প্রার্থী হয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ভানুলাল সাহা।

বর্তমানে রাজ্যসভায় ত্রিপুরার প্রতিনিধিত্ব করছেন সিপিএমের ঝর্ণা দাস বৈদ্য। তিনি দুইটি মেয়াদে রাজ্যসভার সাংসদের দায়িত্ব পালন করেছেন। তবে, সিপিএম পুণরায় তাঁকে প্রার্থী করেনি। এদিকে, সংসদীয় রাজনীতিতে প্রথমবারের জন্য প্রবেশ করছেন ডা: মানিক সাহা। আগামী ৩১ মার্চ রাজ্যসভার ভোট অনুষ্ঠিত হবে। ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ বিধায়ক বিজেপির পক্ষে রয়েছেন। তাছাড়া, জোট শরিক আইপিএফটির সমর্থনও রয়েছে বিজেপির। ফলে, রাজ্যসভার সাংসদ হিসেবে জয়ী হওয়ার সম্ভাবনা ডা: মানিক সাহার প্রবল