জয়সালমের, ১৮ মার্চ (হি. স.) : দেশজুড়ে চলছে হোলি উৎসব। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। নিজের জীবন বাজি রেখে দেশের মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকা সীমান্তের অতন্দ্র প্রহরীদের মনেও আজ বসন্তের ছোঁয়া। শুক্রবার হোলি খেলায় মাতলেন বারামুলা, জয়সলমির ও অমৃতসরের সেনা ও বিএসএফ জওয়ানরা।
এদিন একে অপরকে রং মাখিয়ে হোলি সেলিব্রেশনে মেতে উঠেছে বিএসএফ জওয়ানরা। এমনকী মিষ্টিমুখও করানো হয়। এদিন হোলি উপলক্ষে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হোলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ট্যুইটারে দেশবাসীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাহুল গান্ধীও।