Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে উজবেকিস্তানের ২ জন মহিলা গ্রেফতার

মধুবনী(বিহার), ১৮ মার্চ (হি.স.) : বৃহস্পতিবার নেপাল হয়ে বিহারের মধুবনীতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে দুই উজবেকিস্তানি মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে।

ডিএসপি প্রশান্ত শর্মা বলেন, দুজন উজবেকিস্তানি মহিলাকে যথাযথ ভিসা ছাড়াই নেপাল হয়ে ভারতে প্রবেশ করার জন্য গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে মহিলারা কোন র‌্যাকেটের অংশ এবং কিছু বেআইনি কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ। তারা দুই মাসের বেশি সময় ধরে দিল্লিতে বসবাস করছিলেন। নেপালে ফেরার সময় পুলিশ তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ আরও তদন্ত করে দেখছে।