বেসরকারী প্রস্তাবের আলোচনা নিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী ও বিরোধী দলনেতার তর্কযুদ্ধ, প্রতিবাদে ওয়াকআউট বিরোধীদের

আগরতলা, ১৭ মার্চ (হি. স.) : ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিন দফায় দফায় উত্তপ্ত হয়েছে। আজ মনে হয়েছে, বিরোধী কোমড় বেঁধে ময়দানে নেমেছেন। কারণ, দিনের শুরুতেই হৈ হট্টগোল করে অধিবেশন ছেড়ে বেরিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে শিক্ষা মন্ত্রী তথা সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথের সাথে তর্ক যুদ্ধে নেমে পরেন বিরোধী দলনেতা মানিক সরকার। বেসরকারী প্রস্তাবের উপর আলোচনা নিয়ে দুইজনের মধ্যে তীব্র বাদানুবাদ হয়েছে। তাতে, বিধানসভা অধিবেশন উত্তপ্ত হয়ে উঠেছিল। প্রতিবাদে বিরোধীরা আবারও অধিবেশন ওয়াকআউট করে বেরিয়ে যান। তাতে ট্রেজারি বেঞ্চের সদস্য শংকর রায়ের কটাক্ষ, বিরোধীরা এভাবেই পালানোর পথ খুঁজে নিয়েছেন।

আজ বিধানসভায় বিরোধী দলের বিধায়ক মবস্বর আলী ত্রিপুরা সরকারের সকল দফতরে জমে থাকা বিভিন্ন শূন্যপদ অবিলম্বে পূরণ করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণে ত্রিপুরা সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বেসরকারী প্রস্তাব আনেন। ওই প্রস্তাবের সংশোধনী আনেন বিরোধী দলের বিধায়ক সুধন দাস। উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিধায়ক মবস্বর আলীকে ওই প্রস্তাবের উপর আলোচনার জন্য আমন্ত্রণ জানান। তাতে সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ আপত্তি জানান এবং ওই প্রস্তাবের সংশোধনী আনার জন্য সুধন দাসকে আলোচনার জন্য সুপারিশ করেন।

সংসদ বিষয়ক মন্ত্রীর এই পদক্ষেপে প্রচন্ড বিরক্ত হয়ে বিরোধী দলনেতা মানিক সরকার আপত্তি জাহির করেন। শুধু তাই নয়, সংসদ বিষয়ক মন্ত্রীকে আক্রমনের সুরে বলেন, সব কিছুতে হস্তক্ষেপ করছেন কেন। উপাধ্যক্ষের আদেশ উপেক্ষা করে বিধানসভা পরিচালনার চেষ্টা অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক, বিষোদগার করেন বিরোধী দলনেতা।

তাতেই, দুইজনের তীব্র বাদানুবাদ শুরু হয়ে যায়। দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার জেরে বিধানসভা মুহুর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠে। ফলে, তাঁরা অধিবেশন ওয়াকআউট করে বেরিয়ে যান। বিরোধীদের ওয়াকআউট নিয়ে ট্রেজারি বেঞ্চের সদস্য শংকর রায় বিদ্রুপ করে বলেন, এভাবেই পালিয়ে যাওয়ার সহজ পথ খুঁজে নিয়েছেন বিরোধীরা।