কদমতলা, ১৭ মার্চ : উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক অফিসের গোডাউন থেকে বেশ কিছু সংখ্যক জিআই পাইপ চুরি হয়ে গেছে। এ ব্যাপারে ব্লকের বিডিও কদমতলা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে কদমতলা থানার পুলিশ জিআই পাইপ হরিপদ দেবনাথের বাড়ির পাশ থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। অবশ্য এ ব্যাপারে কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই। ব্লকের গোডাউন থেকে পাইপ চুরির ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে। ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
2022-03-17