কলকাতা, ১৭ মার্চ (হি.স.): পিছোচ্ছে না ভোট, আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করে বুঝিয়ে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার থেকেই মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে। গত ১২ মার্চ দুই কেন্দ্রের নির্ঘণ্ট প্রকাশ করেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কিন্তু, তখন কোনও গেজেট বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
নির্বাচন কমিশন ১২ মার্চ ঘোষণা করেছিল, ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই কেন্দ্রের উপনির্বাচনের ফল গণনা আগামী ১৬ এপ্রিল। কিন্তু কমিশনের ঘোষণার পর আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচনের দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিল রাজ্য সরকার। তবে নির্বাচন কমিশন জানিয়ে দেয়, ভোটের দিন পিছনো সম্ভব নয়।