টোকিও, ১৭ মার্চ (হি.স.): পূর্ব জাপানের বিস্তীর্ণ অংশে ৭.৪ তীব্রতার শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারালেন ৪ জন। ভূমিকম্পে আহত হয়েছেন ১০০-র বেশি মানুষ। ভূমিকম্পের তীব্রতায় মিয়াগি প্রিফেকচারের শিরোইশিতে শিনকানসেন বুলেট ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। বিদ্যুৎহীন হয়ে পড়েছে ২০ লক্ষের বেশি বাড়ি। জাপানের সময় অনুযায়ী বুধবার রাত ১১.৩০ মিনিটের পর ৭.৪ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় পূর্ব জাপানের বিস্তীর্ণ অংশে, ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে। পূর্ব উপকূলের বিস্তীর্ণ অংশে ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতাও জারি করা হয়।
ফুকুশিমার উপকূলে ৭.৪ তীব্রতার ভূমিকম্পে একটি বুলেট ট্রেন লাইনচ্যুত হয়ে যায়, হাইওয়েতে ফাটল দেখা দেয়। বৃহস্পতিবার সকালে সুনামির সতর্কতা প্রত্যাহার করা হয়। জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় ২৯৭ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বেশ কয়েকবার আফটারশকও অনুভূত হয়েছে। সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো জানিয়েছেন, ভূমিকম্পে ৪ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা ১০৭ জন।