নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): কোভিড-১৯-এর বিরুদ্ধে বৈশ্বিক লড়াইকে মজবুত ও শক্তিশালী করেছে ভারতের টিকাকরণ প্রয়াস। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভ্যাকসিন মৈত্রী কর্মসূচির অধীনে বিভিন্ন দেশে ভ্যাকসিনও পাঠিয়েছে ভারত। গর্বের সঙ্গে তাই প্রধানমন্ত্রী জানিয়েছেন, কোভিডের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইকে মজবুত করেছে ভারতের টিকাকরণ প্রচেষ্টা।
বুধবার থেকে ভারতে শুরু হয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ, একইসঙ্গে সমস্ত ষাটোর্ধ্ব ব্যক্তিদেরই ‘প্রিকশন’ ডোজ শুরু হয়েছে এদিন থেকে। প্রধানমন্ত্রী এদিন টুইট করে জানিয়েছেন, দেশের নাগরিকদের টিকা প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিন আজ। এখন থেকে ১২-১৪ বছর বয়সিরাও ভ্যাকসিনের জন্য যোগ্য এবং ৬০ বছরের বেশি বয়সিরা প্রিকশন ডোজ পাওয়ার যোগ্য। আমি এই বয়সের সকলের কাছে টিকা নেওয়ার জন্য অনুরোধ করছি।
টুইটে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, “বর্তমানে ভারতে অনেকগুলি ‘মেড ইন ইন্ডিয়া’ ভ্যাকসিন রয়েছে। মূল্যায়নের যথাযথ প্রক্রিয়ার পরই আমরা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছি। এই মারাত্মক মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা অনেক ভালো অবস্থানে রয়েছি। একই সময়ে, আমাদের কোভিড-সংক্রান্ত সমস্ত সতর্কতা অনুসরণ করতে হবে।”