নয়াদিল্লি, ১৬ মার্চ (হি. স.) : উনিশ শতকের অন্যতম বিশিষ্ট মহিলা চিত্রশিল্পী রোজা বঁহুরের ২০০তম জন্মবার্ষিকী উদযাপন করল গুগুল। ফরাসি শিল্পীকে তাঁর হোমপেজে একটি সুন্দর ডুডল দিয়ে বুধবার সম্মানিত করা হল৷
বঁহুর তাঁর সফল কর্মজীবন একটি “শিল্পে নারীদের ভবিষ্যত প্রজন্মকে” অনুপ্রাণিত করেছেন বলে তাঁর বাস্তববাদী শৈলীর জন্য পরিচিত। খ্যাতিমান শিল্পী, প্রাণীদের চিত্রশিল্পী হিসাবে তিনি সুপরিচিত। তাঁকে একইভাবে ফুটিয়ে তোলা হয়েছে গুগুলের হোমপেজে। ডুডলে শিল্পী একটি সবুজ চারণভূমিতে ভেড়ার পাল সহ একটি গাছের নীচে বসে আছেন। এটি তাঁর চিত্রকলার শৈলীর সাথে অনুরণিত।বঁহুরকে প্রাকৃতিক পরিবেশে ছবি আঁকতে দেখা গেছে।