ওডিশার স্কুলে ক্লাসরুমে মিলল পিস্তল, হতবাক অভিভাবক-পড়ুয়ারা

সম্বলপুর, ১৪ মার্চ (হি.স.): ওডিশার সম্বলপুর জেলায় একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুম থেকে মিলল একটি পিস্তল। ক্লাসরুম থেকে দেশীয় পিস্তল উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, হতবাক অভিভাবক ও পড়ুয়ারা। গত শনিবার শ্রেণীকক্ষ পরিষ্কার করার সময় সম্বলপুর জেলার জামানকিরা থানার অন্তর্গত

রেঙ্গুমুন্ডা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে পিস্তল পাওয়া যায়।

বিষয়টি প্রকাশ্যে এসেছে সোমবার। ক্লাসরুমের ভিতরে লুকিয়ে রাখা ছিল পিস্তলটি। সূত্রের খবর, যে শ্রেণীকক্ষ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়েছে সেটি প্রাক্তন এক শিক্ষকের দখলে এবং সম্প্রতি খালি করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক গোবিন্দ ভোই বিদ্যালয়ের দু’টি শ্রেণিকক্ষ দখল করে রেখেছেন। ৪ মার্চ তাঁকে অন্যত্র বদলি করা হলেও তাঁর জিনিসপত্র এখনও স্থানান্তর করা হয়নি। শ্রেণীকক্ষের অভাবে পঠনপাঠন বিঘ্ন হওয়ার কারণেই ওই শ্রেণীকক্ষ পরিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তখনই মিলেছে একটি পিস্তল।