Bhagwant Mann-Arvind Kejriwal : শীঘ্রই হিমাচল প্রদেশ, গুজরাটে নির্বাচনী প্রচারে নামবেন ভগবন্ত মান, অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.) : পঞ্জাব বিধানসভা ভোটে দুরন্ত বিজয়ের পরে আম আদমি পার্টি (আপ) হিমাচল প্রদেশ এবং গুজরাটের রাজনৈতিক মাঠে নামতে চলেছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই বছরের নভেম্বরে দুই রাজ্যে ভোটে হতে পারে।

নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দুটি নির্বাচনী রাজ্যে প্রচার করবেন।
এখনও পর্যন্ত, হিমাচল প্রদেশ এবং গুজরাট উভয় ক্ষেত্রেই বিজেপি এবং কংগ্রেস সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।

এবারের পঞ্জাব নির্বাচনে আপ ৯২টি আসন জিতে নতুন সরকার গঠনে সক্ষম হয়েছে। ১১৭ সদস্যের বিধানসভায় কংগ্রেস ১৮টি আসন জিতেছে।