সাঙ্গারুর (পঞ্জাব), ১৩ মার্চ (হি.স.) : পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ১৬ মার্চ শপথ নেবেন ‘আম আদমি’ ভগবন্ত মান। তার আগে আজ রবিবার পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আম আদমি পার্টি(আপ) এর সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল কৃতজ্ঞতা প্রকাশের জন্য একটি রোডশোতে অংশ নিতে অমৃতসরে আসছেন। এদিন সকালে একথা জানালেন স্বয়ং পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার পঞ্জাবে সরকার গঠন করেত চলেছে আম আদমি পার্টি (আপ)। এই বিপুল জয়ে ‘বিজয়’ রোডশো করে জনগণের কৃতজ্ঞতা প্রকাশ করবেন। অমৃতসরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মান বলেন, “আমরা পঞ্জাবের জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করতে আমরা গুরু সাহেবের আশীর্বাদ নেব। আমাদের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল আজ অমৃতসরে (রোডশোর জন্য) আসছেন।”